Posts

Showing posts from March, 2021

বসন্তের কাছে আবদার.......

Image
  ও  বসন্ত ভাই , যাওয়ার আগে আমাদের একটু রঙ লাগিয়ে দিয়ে যাও না গো ! তুমি নিজের খেয়ালে , হাসতে হাসতে এমন করুন সুরে গান গেয়ে বেড়াও কী করে বলত ? আর তুমি এমন গোপনে এসে , সবাইকে কাঁদিয়ে প্রতিবার চলে যাওই বা কেন ? তবে যাই বলো, তুমি কিন্তু চির তরুন। আর তাই তো প্রভাতাদিত্যের মত দিপ্তীময় তুমি। তোমার ওই দীপ্তির আভা সমাজের হৃৎপিণ্ডটাকে একটু রঙ্গিন করে দিলেও তো পারে বলো! আর আমাদের কাজ কম্মগুলো যদি সাদা-কালো দুনিয়া থেকে বেড়িয়ে তোমার স্পর্শে একটু রঙিন হতে পারে, তাহলেও তো বেশ হয়, তাই না? সাঝের ধুসরতার মলিনতাও তো মুছে যেতে পারে তোমার রঙে? আর নিশিথের কাণ্ডারিরা তোমার রঙ দেখতে পেলেই বা মন্দ কী? তাই তোমাকে অনুরোধ করছি, যাবার আগে এ ধরণীকে জাগিয়ে দিয়ে যাও। তোমার তরঙ্গ আছড়ে ফেল বসুন্ধরার বুকে। অমানিশার রাতে যেমন তারারা হাসে, শৈলপ্রান্তে যেমন পবিত্র ঝর্না নেমে আসে, কৃষ্ণ মেঘের বক্ষ ভেদ করে যেমন সৌদামিনী গর্জে ওঠে, তাণ্ডবের মধ্যেও যেমন ছন্দ থাকে তেমন করেই তুমি দোল জাগাও এ ধরনীর বুকে। এগিয়ে নিয়ে চল আমাদের সবাইকে। যত কান্না, যত বাধা সব তুচ্ছ করে এগিয়ে নিয়ে চল। আর তোমার রঙে রঙ